বনগাঁয় মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করে খুন, পরপর দুটি দোকান ও একটি মন্দিরে চুরি

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ আগস্ট: রাস্তার পাশে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা স্থলের পাশে ওই রাতেই চুরি গেল দুটি দোকান ও একটি মন্দিরের দান বাক্সের টাকা। সোমবার রাতে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার মেদে এলাকায়। পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা।

স্থানীয় সূত্রের খবর, দীর্ঘ দিন ধরে এলাকায় হেরোইন ও গাঁজা খোরদের আনাগোনা। পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। এদিন রাতে বনগাঁ শহরের মেদে এলাকায় যশোর রোডের পাশে একটি ঝুপড়িতে থাকা ৫২ বছরের মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করে খুন করে দুষ্কৃতীরা এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পরে পার্শ্ববর্তী একটি চায়ের দোকান ও একটি মুদিদোকানের তালা ভেঙ্গে চুরি করে। পাশেই একটি মন্দিরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে দানবক্স ভেঙ্গে সমস্ত টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

দোকান মালিক নিমাই ঘোষ বলেন, সকালে দোকান খুলতে এসে দেখি তার দোকানের তালা ভাঙ্গা, দোকানের ভিতরের জিনিসপত্র লন্ডভন্ড। দোকানের পাশে পাড়ে আছে বস্ত্রহীন রক্তাক্ত অবস্থায় এক মহিলার দেহ। আশপাশের লোকজনদের খবর দেয় নিমাইবাবু। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ। পুলিশ তদন্তের জন্য দেহটি ময়না তদন্তে পাঠিয়ে দেয়।

প্রশ্ন উঠেছে রাতভর দুষ্কৃতীরা যখন এই ভাবে তান্ডব চালাল এই এলাকায়, তখন পুলিশের টহলদারি কোথায় ছিল? বনগাঁ শহরের মধ্যে এতবড় ঘটনা ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *