আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১১ সেপ্টেম্বর: এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার অন্তর্গত জ্বালাবেরিয়া এলাকায়। অভিযুক্তের নাম উত্তম নস্কর। উত্তম এলাকায় বিজেপি নেতা বলে পরিচিত। এ বিষয়ে নির্যাতিতা গৃহবধূ শুক্রবার কুলতলি থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রের খবর, কুলতলি বিধানসভা এলাকার বাসিন্দা ঐ গৃহবধূ বৃহস্পতিবার দুপুরে মাঠে ছাগল আনতে গিয়েছিলেন। সেই সময় উত্তম নস্কর সেখানে ফাঁকা পেয়ে তাঁর সাথে খারাপ ব্যবহার করে। জোর করে তুলে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন ঐ গৃহবধূ। কোনও মতে নিজেকে ছাড়িয়ে বাড়িতে ফিরে এসে এ বিষয়ে পরিবারের সদস্যদের জানান তিনি। পরে শুক্রবার সকালে পরিবারের সদস্যদের সাথেই থানায় গিয়ে ঐ বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা গৃহবধূ। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি ঐ মহিলাকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যায়।
এ প্রসঙ্গে জ্বালাবেরিয়া ১ গ্রাম পঞ্চায়েত প্রধান অসীম হালদার বলেন, “এটা জঘন্য অপরাধ। এই ঘটনায় যেই দোষী হোক না কেন তার শাস্তির দাবি জানাচ্ছি।”
যদিও এলাকার বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছেন। পরিকল্পনা করে বিজেপি নেতৃত্বকে ফাঁসানো হচ্ছে বলেই দাবি তাঁদের।