আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ৪ ফেব্রুয়ারি: তৃণমূলের সভায় অশোকস্তম্ভ লাগানো গাড়িতে চড়ে এলেন পিকের লোক। সংবাদমাধ্যমের সামনে পড়ে প্রশ্নের মুখে মুখ ঢাকলেন পিকের কর্মী রাও। সাংবাদিকদের সামনে পড়ে গাড়িতে না উঠে ছুটে ঢুকলেন পার্টি অফিসে। শনিবার এমনই ছবি ধরা পড়েছে বীরভূমের মুরারইয়ে।

শনিবার বিকেলে মুরারই দলীয় কার্যালয়ে দলীয় নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন পিকের টিমের সদস্য রাও। বৈঠকে সবুজ রঙের গাড়িতে আসেন পিকের টিমের সদস্য রাও। গাড়ির সামনে লালকালিতে লেখা ছিল “অন ডিউটি। গর্ভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল”। সেই বোর্ডে অশোক স্তম্ভেরও অবমাননা করা হয়েছে বলে অভিযোগ। নিয়ম রয়েছে অশোকস্তম্ভ সবার ঊর্ধ্বে থাকবে কিন্তু এক্ষেত্রে অশোকস্তম্ভের মাথায় লেখা হয়েছে “অন ডিউটি”। অশোকস্তম্ভের নিচে নেই “সত্যমেব জয়তে”। সভা শেষে পিকের কর্মী রাও’কে প্রশ্ন করা হলে তিনি ছুটে দলীয় কার্যালয়ে ঢুকে পড়েন। গাড়িও লুকোচুরি খেলতে শুরু করে। শেষে দলীয় কর্মীদের বাধায় সংবাদমাধ্যম এলাকা ছাড়তে বাধ্য হয়।
পিকের গাড়ির চালক সুশান্ত দাস বলেন, “আমি দিন তিনেক ধরে গাড়ি চালাচ্ছি। পিকের লোক গাড়িতে যাতায়াত করে। কেন সরকারি বোর্ড লাগিয়েছেন বলতে পারব না”।
বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “এটা এভাবেই বিধানসভা নির্বাচনের সময় সরকারি কর্মী সেজে গণনা কেন্দ্রে ঢুকে ভোট লুঠ করেছে। চুরি ডাকাতি ছাড়া এরা ক্ষমতায় থাকতে পারে না। আমরা আইনের দ্বারস্থ হবো”।

