আমাদের ভারত, কলকাতা, ১৫ সেপ্টেম্বর: নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিলেন ডঃ রঞ্জন চক্রবর্তী। তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক।
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন শুভশঙ্কর সরকার। জানা গিয়েছে, তাঁর মেয়াদ শেষ হয়েছে। বৃহস্পতিবার এই দায়িত্ব নিলেন রঞ্জনবাবু।
নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে উচ্চশিক্ষা দফতর জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর থেকে আগামী ৬ মাসের জন্য অথবা সার্চ কমিটির মাধ্যমে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত অথবা ৭০ বছর বয়স না হওয়া পর্যন্ত রঞ্জন চক্রবর্তী উপাচার্য পদে বহাল থাকবেন।
গত বছর জুলাই মাসে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অব্যাহতি পান রঞ্জনবাবু। এর পর যাদবপুরের লিয়েনে যোগ দেন। ১০ বছরে ওই বিশ্ববিদ্যালয়ের জন্য উল্লেখযোগ্য অবদান রাখেন। শিক্ষামহলের একাংশের মতে, তিনি থাকলে ওই
বিশ্ববিদ্যালয়ের ‘ন্যাক’-এর সমস্যা এড়ানো যেত। কারণ, গবেষণার সুবাদে তাঁর একটা জাতীয় এবং আন্তর্জাতিক পরিচিতি আছে। সেটা ‘ন্যাক’-এ খুব দরকার। তিনি নিজেও ‘ন্যাক’-এর একটি শাখার সভাপতি হয়ে অন্য রাজ্যে যান।