আমাদের ভারত, নদিয়া, ৮ আগস্ট: পূর্ব ভারতে প্রথমবারের মতো চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন। এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১০ আগস্ট। সাধারণ যাত্রীদের জন্য তা চলাচল শুরু হবে ১১ই আগস্ট থেকে। ট্রেনটি রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত চলবে।
জানা গেছে, আপ ও ডাউন দুটি রেক মিলিয়ে এই ট্রেন সপ্তাহে ছয় দিন চলবে। নতুন এই এসি ট্রেনে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রতিটি বগিতে ৩০ টন ক্ষমতাসম্পন্ন এসি, সিসিটিভি ক্যামেরা, টক-ব্যাক সিস্টেম ও নিরাপত্তার জন্য টিকিট পরীক্ষক ও আরপিএফ জওয়ান থাকবেন। মোট ১১২৬ জন যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে। মহিলাদের জন্য দুটি কোচ সংরক্ষিত এবং প্রতিবন্ধীদের জন্য ১২টি নির্ধারিত আসন রাখা হয়েছে। ট্রেনটি রানাঘাট থেকে সকাল ৮:৩২-এ ছেড়ে শিয়ালদহ পৌঁছবে সকাল ১০:১০-এ। আবার শিয়ালদহ থেকে সন্ধে ৬:৫০-এ ছেড়ে রানাঘাট পৌঁছবে রাত ৮:৩২-এ। পথে চাকদহ, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম ও বিধাননগর স্টেশনে থামবে।
আজ রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা রানাঘাট লোকোশেডে এসে এই ট্রেন পরিদর্শন করেন। এই এসি ট্রেন চালুর ফলে নিত্যযাত্রী ও সাধারণ মানুষ আরও স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে যাতায়াত করতে পারবে বলেই মনে করা হচ্ছে।