স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ জুন:
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন নদিয়ার রানাঘাটের করোনা আক্রান্ত দুই বাসিন্দা। আর বৃহস্পতিবার সেই করোনা জয়ীদের বাড়ি গিয়ে সংবর্ধিত করল রানাঘাট পুরসভা।
সূত্রের খবর, রানাঘাট পুরসভার ভাঙরা পাড়া এলাকার বাসিন্দা এক বৃদ্ধা করোনায় আক্রান্ত হয়ে মারা যান। আর তার পরই সোয়াব টেস্টে ওই মৃতার দুই সন্তানের রিপোর্ট পজেটিভ আসে। বৃহস্পতিবার তাদের করোনা মুক্ত ঘোষণা করে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আর এর পরই তাদের বাড়ি গিয়ে ওই করোনা জয়ীদের সংবর্ধিত করেন পুরসভার প্রতিনিধিরা।