আমাদের ভারত, নদিয়া, ৩১ জুলাই: শান্তিপুরে এক সাড়ে চার বছরের শিশু কন্যাকে অপহরণ ও খুনের ঘটনায় অভিযুক্ত যুবককে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট আদালত। ঘটনাটি ঘটে ২০২২ সালের ২২ ডিসেম্বর, শান্তিপুর থানার হিজুলি মুসলিম পাড়ায়।
জানা যায়, স্থানীয় ওই যুবক চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ি থেকে নিয়ে যায়। শিশুটির পরিবার অপহরণের অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, শিশুটিকে সে খুন করেছে। পরে এক বাগানের ভিতর থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
মামলার শুনানিকালে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আবার ধরে ফেলে। প্রায় আড়াই বছর ধরে চলা মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার রানাঘাট এডিজে সৌমেন গুপ্তা আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন।