রেশনের চালের ২১ কোটি টাকার দুর্নীতি, গঙ্গারামপুরে গ্রেপ্তার চালকল মালিক রঞ্জন পাল

আমাদের ভারত, বালুরঘাট, ২৫ জানুয়ারি: রেশনের চালের হিসাব গড়মিল করে ২১ কোটি টাকার দুর্নীতির অভিযোগ গঙ্গারামপুরে গ্রেপ্তার এক চালকল মালিক। শনিবার সন্ধ্যায় শহরের ৬ নম্বর ওয়ার্ডের মিলনী ক্লাব পাড়ায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করে কলকাতার বউবাজার ও গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ওই ব্যবসায়ীর নাম রঞ্জন পাল। জেলার অন্যতম ব্যবসায়ী তথা চালকল মালিক হিসাবেই সুখ্যাতি রয়েছে তার। বেশকিছুদিন আগে কলকাতার বউবাজারে করা দুটি লিখিত অভিযোগের ভিত্তিতে এদিন গঙ্গারামপুর থানার পুলিশ কে সঙ্গে নিয়ে বউবাজার থানার পুলিশ ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। রবিবার তাকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হবে। যেখান থেকেই তাকে কলকাতায় নিয়ে যাবে বউবাজার থানার পুলিশ।

পুলিশ সুত্রের খবর, ২০১৭-১৮ সালে রেশনের চালের বড়সড় গড়মিলের চিত্র সামনে আসে। যার পরিপ্রেক্ষিতে বউবাজার থানায় দায়ের হয় দুইটি লিখিত অভিযোগ। ওই ব্যবসায়ীর গ্রেপ্তার নিয়ে বেশকিছুদিন নানা রাজনৈতিক নেতার হস্তক্ষেপে টানাপোড়েন চললেও এদিন কলকাতা থেকে ছুটে আসেন বউবাজার থানার পুলিশ কর্তারা। যারপরেই গঙ্গারামপুর পুলিশকে সঙ্গে নিয়ে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে সরকারী টাকা তছরুপ, প্রতারনা ও উদ্দেশ্যে প্রনোদিতভাবে এই ঘটনা ঘটানোর জন্য ৪০৯, ৪২০, ও ১২০B ধারায় মামলা রজু করেছে পুলিশ বলেও সুত্রের খবর। এদিন এই ঘটনাকে ঘিরে আলোড়ন ছড়িয়ে পড়েছে গোটা দক্ষিন দিনাজপুর জেলায়।

গঙ্গারামপুর থানার আইসি পুর্নেন্দু কুন্ডু জানিয়েছেন, বিষয়টি বউবাজার থানার অন্তর্গত। তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *