আশিস মণ্ডল, আমাদের ভারত, ২৫ ডিসেম্বর: ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ও উন্মাদনার মধ্যে দিয়ে দিল্লি পাবলিক স্কুলের বার্ষিক অনুষ্ঠান ও কার্নিভাল শেষ হল। রামপুরহাট শহর সংলগ্ন ওই ইংরেজি মাধ্যম স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক দীনবন্ধু চৌধুরী, রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট পলাশ দাস। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পান্ডে। অনুষ্ঠানে সাক্ষী হতে প্রায় ২০০০ অভিভাবক প্রতিদিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করেন। এরপর ছাত্রছাত্রীদের উদ্বোধনী নৃত্যের মাধ্যমে তাদের অনুষ্ঠান শুরু হয়। ছাত্রছাত্রীরা নিজেদের হাতের তৈরি সুন্দর সুন্দর প্রজেক্ট, মডেল, পোস্টার দিয়ে সাজিয়ে তুলেছিল চারটি বিষয়ভিত্তিক তাঁবু। অনুষ্ঠানের মাঝেই বিগত শিক্ষা বর্ষের ১০০ শতাংশ স্কলারশিপ, নুপস্থিতি, শিক্ষাগত পারদর্ষিতা সহ নৃত্য, গান, খেলাধুলার উপর বিশেষ পারদর্শীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দুই দিনের এই কার্নিভালে বিভিন্ন স্টলগুলিও ছিল আকর্ষণের জায়গা। খাওয়া দাওয়া, খেলনা, বিভিন্ন স্টেশনারি জিনিসপত্রের স্টলের সমাহার দেখা যায় এই কার্নিভালে।