আশিস মণ্ডল, রামপুরহাট, ৭ আগস্ট: করোনার থাবায় বন্ধ হল রামপুরহাট ও সাঁইথিয়া পুরসভা। সপ্তাহ খানেক পুরসভা বন্ধ থাকবে বলে জানিয়েছেন পুর প্রশাসক অশ্বিনী তেওয়ারি। তবে জরুরি পরিষেবা চালু রাখা হবে।
নলহাটি পুরসভার পর এবার করোনা আক্রান্ত রামপুরহাট পুরসভার এক কর্মী। চতুর্থ শ্রেণির ওই কর্মী পুরসভার কর আদায় বিভাগের কর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কর্মীর করোনা পজিটিভ রিপোর্ট আসার পর শুক্রবার সকাল থেকে পুরসভা বন্ধ করে দেওয়া হয়। সকালে পুরসভা জীবাণুমুক্ত করা হয়।
পুরসভার প্রশাসক অশ্বিনী তেওয়ারি বলেন, জল, বিদ্যুৎ, রাস্তা সাফাইয়ের মতো জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে। পুরসভাকে জীবাণুমুক্ত করা হয়েছে। সাতদিন পর ফের পুরসভা খোলা হবে। অন্যদিকে সাঁইথিয়া পুরসভার সুপারভাইজারের করোনা হওয়ায় পুরসভা বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা চালু রেখে পুরসভা বন্ধ করে দেওয়া হয়েছে।