সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৯ মার্চ: রাত পোহালেই শ্রীরাম নবমী। বাঁকুড়া জেলাজুড়ে জোর প্রস্তুতি রামনবমীর উৎসব ঘিরে। কাল সকাল থেকেই শুরু হবে এলাকায় এলাকায় শোভাযাত্রা।
বিশ্বহিন্দু পরিষদ সূত্রে জানাগেছে, জেলার ২২টি ব্লক বা প্রখন্ডে শোভাযাত্রা বের হবে। বাঁকুড়া শহরে গত বছর শোভাযাত্রার যাত্রাপথকে কেন্দ্র করে ঝামেলা বাঁধে। পরিস্হিতি সামাল দিতে ব্যাপক লাঠি চার্জ করে পুলিশ, তারপর জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে, চলে কাঁদানে গ্যাস।শোভাযাত্রায় অংশগ্রহণকারী বহু মানুষ আহত হন, চলে ব্যাপক ধরপাকড়। এবছর সে কারণে পুলিশ প্রশাসন আগেভাগেই কঠোর মনোভাব নিয়েছেন। শোভাযাত্রার যাত্রাপথে মাচানতলা মোড়ের কাছে রয়েছে মসজিদ। মসজিদের সামনের রাস্তা দিয়ে শোভাযাত্রা কোনো ভাবেই যাবে না এই সিদ্ধান্তে অনড় প্রশাসন। উদ্যোক্তাদের তা
জানিয়েও দেওয়া হয়েছে। শোভাযাত্রা নিয়ে গতকালই পুলিশ দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসে। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কোনও প্রকার অশান্তি সৃষ্টি যাতে না হয় তারজন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই শহরে প্রায় দেড় শতাধিক সিসি ক্যামেরা বসানো হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে। এছাড়াও যাত্রাপথে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকবে।
শ্রীরাম নবমী উৎসব সমিতিও শান্তি বজায় রেখে শোভাযাত্রায় অংশগ্রহণ করার আবেদন জানিয়েছে। সমিতি সূত্রে জানাগেছে, সকাল আটটায় নূতনচটী পাঁচবাঘা থেকে শোভাযাত্রা শুরু হবে।মাচানতলা, মিনি মার্কেট হয়ে বড়বাজার, রানীগঞ্জ মোড় হয়ে লালবাজারে শেষ হবে। যাত্রাপথে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের শরবত, পানীয় জল দিয়ে আপ্যায়নের ব্যবস্থা নেওয়া হয়েছে।