অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা কবে? জানলেন মন্ত্রী

আমাদের ভারত, ২৯ এপ্রিল: ২০২৪ এর শুরুতেই খুলে যাবে বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দির। জোর কদমে এই মুহূর্তে কাজ চলছে রাম মন্দিরের। এবার মন্দিরের গর্ভ গৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা কবে হবে তাও জানা গেল। উত্তর প্রদেশের মন্ত্রী স্বদেশ কুমার খান্না জানিয়েছেন, ২২ জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই অনুষ্ঠানে সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন।

বেশ অনেকটাই রাম মন্দিরের কাজে এগিয়ে গেছে বলে খবর।ইতিমধ্যেই ৬০ শতাংশ নির্মাণ কাজ হয়েছে। মন্দিরে তৃতীয় তলের বেশ কিছু অংশের কাজ এখনো বাকি। তবে ডিসেম্বরের মধ্যে সবটা শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আর জানুয়ারিতেই সকলের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে।

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পরই অযোধ্যার রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়। ২০১৯ সালের নভেম্বরে ঐতিহাসিক রায়ে শীর্ষ আদালত জানিয়ে দেয় অযোধ্যার ওই বিতর্কিত নির্মাণ ভেঙ্গে সেখানে রাম মন্দির তৈরি হবে। তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গোগোই রায় দানের সময় জানান, অযোধ্যার ওই বিতর্কিত স্থানের বদলে মুসলিম পক্ষকে অযোধ্যাতে বিকল্প জায়গা দেওয়ার নির্দেশ দেন মসজিদ তৈরির জন্য। সেই রায় মেনে উত্তরপ্রদেশ সরকার মুসলিমদের একটি বিকল্প জায়গা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *