পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ: প্রতিদিনই পৌরসভার উদ্যোগে সাফাই অভিযান চলে। আজ বিশেষ ড্রাইভ বলে জানান রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান। রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারিকে নিজে কোদাল হাতে সাফাই করতে দেখা যায়।
কিছুদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের থেকে সম্মানে ভূষিত হয়েছে রামজীবনপুর পৌরসভা। আজ বিশেষ কর্মসূচিতে রামজীবনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সুস্বাস্থ্য কেন্দ্র, বাসস্ট্যান্ড সহ একাধিক জায়গায় বিশেষ কর্মসূচি চালালো চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে।