অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১১ সেপ্টেম্বর: চলে গেলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী সৈনিক রমেশ চন্দ্র দে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। এই খবর জানাজানি হতেই শোকের ছায়া ঝাড়গ্রাম জেলাজুড়ে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করা সৈনিক রমেশ চন্দ্র দে। ব্রিটিশ ভারতের আর্মিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করার পাশাপাশি ওই বীর সৈনিক ভারত স্বাধীন হওয়ার পর চিন এবং বাংলাদেশ যুদ্ধে শামিল হয়েছিলেন। শুক্রবার ঝাড়গ্রাম শহরের সতেরো নম্বর ওয়ার্ডের রঘুনাথপুরের নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তার সম্পর্কে বিভিন্ন তথ্য। রমেশ চন্দ্র দে ঝাড়গ্রাম জেলা ভারতীয় প্রাক্তন সৈনিক সঙ্ঘের সভাপতি ছিলেন।এদিন এই সঙ্ঘের সম্পাদক দিলীপ কুমার শতপথি রমেশ বাবুর অতীতের তথ্য তুলে ধরেন।