স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২ আগস্ট:
প্রধানমন্ত্রী অযোধ্যায় রাম মন্দিরের ভিত পুজো করবেন। তার জন্য কবি কৃত্তিবাস ওঝা যে গাছ তলায় বসে বাংলায় রামায়ণ রচনা করেছিলেন সেই গাছের গোঁড়ার মাটি ও যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্য দেব অদ্বৈতাচার্য মহাপ্রভু নিত্যানন্দের মিলন ঘটেছিল অর্থাৎ বৈষ্ণবীয় প্রেমের লীলা ভূমি অদ্বৈতাচার্য পটভূমি শান্তিপুর থেকে মাটি সংগ্রহ করে বিজেপি। শান্তিপুর বিজেপি মন্ডল সভাপতি বিপ্লব করের নেতৃত্বে মাটি সংগ্রহ করা হয়। এই মাটি শান্তিপুর শহর বিজেপির পক্ষ থেকে অযোধ্যায় পৌঁছাবে রাম মন্দিরের উদ্দেশ্য।


