আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৯ অক্টোবর: উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটার গোয়ালবাথানে রামকৃষ্ণ সরকার খুন হওয়ার কয়েক ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত সুজিত দাস ও মৃতের স্ত্রী স্বপ্না সরকারকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। তাদেরকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশসূত্রে জানাগেছে, সোমবার রাতে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিক সুজিত দাসের সঙ্গে ষড়যন্ত্র করে রামকৃষ্ণ সরকারকে মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করে হত্যা করে স্বপ্না সরকার। তারপর মৃতের দেহ কাছেই বাঁশবাগানে রেখে আসে সুজিত। তবে ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় গভীর রাতে স্বপ্না সরকারকে নিয়ে ওই মৃতদেহ নিজের ঘরে নিয়ে এসে রাখে সুজিত। পরদিন সকালে নিজের খাটের নিচে সেই মৃতদেহ পুতে দেয় সপ্না ও সুজিত। এরপর এলাকাবাসীর সন্দেহ থেকে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। বুধবার সকালে মৃতদেহ মাটি খুড়ে উদ্ধার করে গাইঘাটা থানার পুলিশ। এলাকাতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনাতে। পরিস্থিতি বেগতিক দেখে পালানোর চেস্টা করে সুজিত ও স্বপ্না। পরবর্তীতে বর্ণবেড়িয়া থেকে অভিযুক্তদের গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে সাবল, কোদাল, দুটি রক্তমাখা জামা, একটি নাইটি, চপার ও কাঠের টুকরো উদ্ধার করে পুলিশ। ধৃতদের বনগাঁ আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বনগাঁ আদালত।