আমাদের ভারত, ১৪ ডিসেম্বর:দানের টাকাতেই তৈরি হবে রাম মন্দির। সরকারি সাহায্য প্রয়োজন হবে না বলে জানিয়ে দিয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। তিনি বলেন সাধারণ মানুষের দানের টাকাতেই রাম মন্দির গড়ে উঠবে। সরকারি সাহায্য নেওয়া হবে না। মন্দির তৈরির জন্য দানের টাকা সংগ্রহ করতে ট্রাস্টের কর্মীরা সারাদেশে ঘুরবেন। তাদের হাতেই টাকা দেওয়া যাবে।
চম্পত রায় বলেন, অযোধ্যার গ্রামের মন্দির তৈরীর ক্ষেত্রে অর্থের অভাব হবে বলেই মনে হয় না। ইতিমধ্যেই ১০ টাকা,১০০, টাকা,১০০০ টাকার কূপন ছাপিয়েছে ট্রাস্ট। দানের অর্থের বিনিময়ে এই কূপন দাতাদের হাতে দেওয়া হবে।
আগামী মকর সংক্রান্তি থেকেই বিশ্ব হিন্দু পরিষদের সাথে যৌথভাবে এই দিন সংগ্রহের কাজ শুরু করবে ট্রাস্টের কর্মীরা। এই কাজ চলবে মাঘী পূর্ণিমা পর্যন্ত। ইতিমধ্যেই অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো হয়েছে। স্থাপিত হয়েছে ভিত্তিপ্রস্তর। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ১২০০ স্তম্ভের ওপরে মন্দির গড়ে উঠবে। ১৬১ ফুট হবে মন্দিরের উচ্চতা।