Modi, Ram, India, দেশকে এক সূত্রে বেঁধে ফেলেছেন রাম, বছরের প্রথম মন কি বাত- এ বললেন মোদী

আমাদের ভারত, ২৮ জানুয়ারি: ২৮ জানুয়ারি সম্প্রচারিত হয় ২০২৪ সালের প্রথম মন কি বাত অনুষ্ঠান। এটি এই অনুষ্ঠানের ১০৯ তম পর্ব। এই পর্বে দেশের প্রধানমন্ত্রীর বক্তব্যে রাম মন্দির, প্রজাতন্ত্র দিবস, পদ্ম সম্মানের মত একাধিক বিষয়ে উঠে এসেছে। তাঁর দাবি, অযোধ্যার রাম মন্দির হাজার হাজার মানুষকে ঐক্যবদ্ধ করেছে। তিনি জানান, অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে এই মহা সমারোহ আসলে ঐক্যবদ্ধ ভারতের শক্তিকে প্রতিফলিত করেছে।

মন কি বাত অনুষ্ঠানে মোদী রাম রাজত্বের কথা স্মরণ করিয়েছেন দেশবাসীকে। তাঁর মতে, রামের শাসন দেশের কাছে উদাহরণ হিসেবে রয়ে গিয়েছে। মোদী বলেন, গত ২২ জানুয়ারি অযোধ্যায় দেব থেকে দেশ, রাম থেকে রাষ্ট্র নিয়ে কথা বলেছি। রামের শাসন আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে আছে।

আজ বছরের প্রথম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রাম মন্দির নিয়ে সকলের অনুভূতি সমান। সকলের ভক্তি সমান। সকলের মুখে মুখে রয়েছে রাম। সকলের মনে রয়েছে রাম।

রাম মন্দির উদ্বোধনের মুহূর্তে দেশবাসীকে ঘরে ঘরে প্রদীপ চালানোর আহ্বান জানিয়েছিলেন মোদী। তা্র ডাকে সারা দেশ সাড়া দিয়েছেন বলেও জানান তিনি। যা থেকে দেশের ঐক্যবদ্ধ রূপ প্রকাশ্যে এসেছে। দেশকে এক সূত্রে বেঁধে ফেলেছেন রাম।

প্রজাতন্ত্র দিবস নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এবারে ২৬ জানুয়ারি ছিল খুবই আশ্চর্যজনক। সবচেয়ে আলোচিত বিষয় ছিল প্যারেডে নারী শক্তিকে দেখা। যখন কর্তব্য পথে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং দিল্লি পুলিশের মহিলা বিভাগ মিছিল করতে শুরু করেন, তখন সকলে গর্বিত হয়েছেন।

তবে শুধু প্রজাতন্ত্র দিবস ও রাম নন, পদ্ম সম্মান নিয়েও মন কি বাতে কথা বলেছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি কেন্দ্রীয় সরকার এবছর পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করেছেন। ১১৯ জন পদ্মশ্রী,১৭ জন পদ্মভূষণ, এবং পাঁচজনকে পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। এ প্রসঙ্গে মোদী বলেন, পদ্ম সম্মান দেওয়ার ধরণটা সম্পূর্ণ বদলে গিয়েছে, আমি তাতে খুব খুশি। এখন এটি “জনগণের পদ্ম” হয়ে উঠেছে। সমাজের প্রান্তিক মানুষ যারা প্রচারের আড়ালে থেকে সমাজে বড় পরিবর্তন নিয়ে আসেন তাদের এখন পদ্ম সম্মান দেওয়া হয় বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *