Rally, প্রতিবন্ধীদের মানবিক ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে পদযাত্রা বেলিয়াতোড়ে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ ডিসেম্বর: বিশ্ব প্রতিবন্ধী দিবসে তাদের মানবিক ভাতা এক হাজার টাকা নয় পাঁচ হাজার টাকা বৃদ্ধি, আবাস যোজনায় গৃহ নির্মাণ, বিশেষ রেশনের ব্যবস্থা, সরকারি ছাড়াও বিভিন্ন কলকারখানায় প্রতিবন্ধীদের নিয়োগের দাবি জানিয়েছে প্রতিবন্ধী কল্যাণ সমিতি। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বেলিয়াতোড়ে এক পদযাত্রার আয়োজন করা হয়।

সমিতির সভাপতি ও সম্পাদক অজিত বীর ও তিলক দত্ত বলেন, আমাদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শারীরিক চিকিৎসা ও পুনর্বাসন বিভাগের উদ্যোগে এক মিছিলের আয়োজন করা হয়। এমএসভিপি ডাঃ অর্ণব গোস্বামী, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান ডাঃ দিলীপ খাটুয়া, ডাঃ প্রদীপ মল্লিক সহ শত শত প্রতিবন্ধী অংশগ্রহন করেন।

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের এসবিপি ডঃ অর্ণব গোস্বামী বলেন, প্রতিবন্ধীদের এগিয়ে নিয়ে যেতে হবে, তাদের ধারাবাহিক উন্নয়ন করতে হবে এবং সক্ষম ব্যক্তিদের তাদের পাশে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে ডাঃ দিলীপ খাটুয়া বলেন, তার ভবিষ্যৎ আরও সুন্দর করতে হবে। তাদের প্রতি করুণা না দেখিয়ে তাদের সাথে নিতে হবে।

ডাঃ প্রদীপ মল্লিক বলেন, সামাজিক ন্যায়বিচার, সামাজিক গ্রহণযোগ্যতা, চিকিৎসার পাশাপাশি তাদের সার্বজনীন উন্নতির ওপর জোর দেওয়া হচ্ছে, চিকিৎসার মাধ্যমে তাদের স্বাভাবিক করে তোলাই নয়, নতুন রূপে বেঁচে থাকারও এই বার্তাই তিনি দিতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *