সৌভিক বন্দ্যোপাধ্যায়, আমাদের ভারত, কলকাতা, ১৭ ডিসেম্বর: সংশোধিত নাগরিকত্ব আইন এবং এবং এনআরসির বিরুদ্ধে এবার পথে নামল বামেদের ছাত্র যুব সংগঠন। তারা সম্মিলিতভাবে কলকাতায় মশাল মিছিল করে মিছিল করল। মিছিল শেষে তারা পথ অবরোধও করে।
এনআরসির এবং সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এবার কলকাতার রাজপথে বামেদের বারটি যুব ছাত্র সংগঠন মশাল মিছিল করল। আজ ধর্মতলা থেকে মৌলালি মোড় পর্যন্ত বিশাল মশাল মিছিল করে তারা। মিছিল শেষ হয় মৌলালি মোড়ে। কিছু সময়ের জন্য তারা মৌলালিমোড়ে রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে একযোগে আক্রমণ শানান ডি ওয়াই এফ আই এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি।