আমাদের ভারত, নদিয়া, ২৬ সেপ্টেম্বর: শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য সন্তান ব্রাহ্মণ ট্রাস্ট রাজ্য সরকারের ঘোষণায় খুশি হয়ে মিছিল করল তেহট্টে। এদিন প্রায় ১০০ ব্রাহ্মণ এই মিছিলে অংশ গ্রহণ করেন। এদিন তারা রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী ও বনমন্ত্রীর নামে জয়ধ্বনি দেন।
তাঁরা বলেন, রাজ্য সরকার গরিব ও দুঃস্থ ব্রাহ্মণদের জন্য এক হাজার টাকা করে ভাতা ও ঘর দেওয়ার ঘোষণা করেছেন। আজ পর্যন্ত এই ঘোষণা কোনও রাজ্য সরকার করেনি। রাজ্য সরকার এই ঘোষণা করেছে। শুধু ঘোষণা নয় নেতাজী ইনডোর স্টেডিয়াম থেকে বেশ কয়েকজন ব্রাহ্মণের হাতে তা তুলেও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে এদিন মিছিল। এদিন এই মিছিল তেহট্টের হাউলিয়া পার্ক মোড় থেকে শুরু হয়ে তেহট্ট জিতপুর মোড়ে গিয়েৈ শেষ হয়। মিছিলের শেষে বিভিন্ন বক্তারা এই ভাতা ও ঘর দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।