হলদিয়া ও কাঁথিতে দিলীপ ঘোষের নেতৃত্বে কৃষি আইনের সমর্থনে পদযাত্রা

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩ অক্টোবর : তৃণমূল চাইছে এখানে ভয়ের পরিবেশ তৈরী করে ভোট লুট করতে। ভোটে পুলিশ নয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক এই আবেদন বিজেপি করেছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে আগে যেভাবে রাজ্যে পরিবর্তন হয়েছে এবারে কেন্দ্রীয় বাহিনী থেকেই ভোট হবে। পুলিশ থাকবে বাইরে। মানুষের মনে আশঙ্কা তৈরি হয়েছে ভোট দিতে পারব কিনা। বিজেপি সব রকমের পরিস্থিতির মোকাবেলা করেছে তৈরি। আজ হলদিয়ার দেউলপোতায় পদযাত্রা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাগুলি বলেছেন বিজেপি রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ। তিনি আরো জানান, টিএমসি ক্ষমতাকে কুক্ষিগত করে পুলিশকে ব্যবহার করে যেভাবে রাজত্ব করছে তাতে পুলিশের সম্মান হানি ঘটছে। পুলিশকে ব্যবহার করে বিজেপিকে ঠেকানো যাবে না বিজেপি সব রকম ভাবে প্রস্তুত সব কিছুর মোকাবিলা করতে।

সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ জানান, আমফান ঝড়ে ক্ষতিপূরণ নিয়ে মানুষকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছে, সর্বস্বান্ত করা হচ্ছে তার বিরুদ্ধে বিজেপি রুখে দাঁড়াবে। আগামী ৫ ই অক্টোবর রাজ্যের প্রায় প্রত্যেকটি ব্লকে ধরনায় বসবে বিজেপি। আজ দিলীপ ঘোষের নেতৃত্বে আজ সকালে মহিষাদলের বাবুরহাট থেকে হলদিয়ার দেউলপোতা পর্যন্ত পদযাত্রা আয়োজন করা হয় কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের সমর্থনে। বহু কর্মী সমর্থক এবং সাধারন মানুষ এই পদযাত্রায় অংশ নিয়েছে। পদযাত্রার শেষে দেউলপোতায় পথসভার আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। আজ বিকেলে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার উদ্যোগে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে খেজুরি বিধানসভার বাঁশগোড়া থেকে হেঁড়িয়া পর্যন্ত পদযাত্রায় আয়োজন করা হয়। বৃষ্টি উপেক্ষা করে সেখানেও বহু মানুষ পদযাত্রায় অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *