দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতিতে বাঁকুড়ায় উৎসবের মেজাজে পদযাত্রা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১ সেপ্টেম্বর: কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর আন্তর্জাতিক স্বীকৃতিতে রাজ্যজুড়ে পদযাত্রা উপলক্ষে বাঁকুড়ায় উৎসবে মাতল দুর্গাপূজা কমিটি গুলি। এই উপলক্ষে জেলা প্রশাসনে উদ্যোগে এক পদযাত্রার আয়োজন করা হয়। হিন্দু স্কুল ময়দান থেকে এই মিছিল শুরু হয়।পুরুলিয়ার ছৌনাচ, আদিবাসী নৃত্য, কাঠি নাচ, ধুনুচি নাচ, মহিলাদের ঢাক বাদ্য সহযোগে এই মিছিলের পুরোভাগে ছিলেন জেলাশাসক কে রাধিকা আইয়ার, পুলিশ সুপার বৈভব তেওয়ারী, পৌরপ্রধান অলকা সেন মজুমদার, বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জি সহ পদস্থ কর্তা ব্যক্তিরা।

বাঁকুড়া শহরের সর্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যরা যেমন সামিল হয়েছিল পদযাত্রায় তেমনি ওন্দা, রামসাগর, ছাতনা, শালতোড়া, ইন্দাসের পূজা কমিটির সদস্যরাও সামিল হন পদযাত্রায়। মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সরকারি অনুদান প্রাপ্ত প্রায় প্রতিটি দুর্গাপুজো কমিটির ট্যাবলো পদযাত্রায় অন্যমাত্রা যোগ করে।

এদিকে এই পদযাত্রায় স্কুলের ছাত্রছাত্রীদের যোগদান নিয়ে সমালোচনা শুরু হয়েছে।অভিভাবকদের অভিযোগ, এই সময় প্রায় প্রতিটি স্কুলে পরীক্ষা শুরু হয়েছে। দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতিতে আয়োজিত পদযাত্রায় ছাত্রছাত্রীদের সামিল করানো কতটা যুক্তিযুক্ত প্রশ্ন তুলেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *