আমাদের ভারত, কলকাতা, ২৪ জুলাই: ভারতবর্ষে বৃটিশ ঔপনিবেশিক শক্তির কাছ থেকে প্রথম হোমরুলের দাবিদার, ‘পেট্রিয়ট’ পত্রিকার সম্পাদক কৃষ্ণদাস পালের ১৪০-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার কলেজষ্ট্রিটে এক সমাবেশে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
সমাবেশে তাঁর মর্মর মূর্তিতে মাল্যদান করেন প্রাক্তন রাজ্যপাল ও প্রাক্তন বিচাপতি শ্যামল কুমার সেন, স্থানীয় পৌরমাতা সুপর্ণা দত্ত প্রমুখ। এবছর ‘কৃষ্ণদাস পাল স্মারক বক্তৃতা’ দেন বিশিষ্ট গবেষক সুস্বাগত বন্দ্যোপাধ্যায়।
সুস্বাগতবাবুর আলোচনার বিষয় ছিল ‘জাতীয়তাবাদ, জাতি গঠন এবং সুশাসনের ভাবনায় কৃষ্ণদাস পাল’। তিনি বলেন, কৃষ্ণদাস পাল ঊনিশ শতকে জাতীয়তাবাদের ঊষা লগ্নে বাংলা তথা ভারতে সাংবাদিকতার জগতে বৃটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংযত ভাষায় সমালোচনা করেছিলেন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট-এর বিরোধিতা করে ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকায় সম্পাদকীয়তে সমালোচনার জন্য তাঁকে বৃটিশ সরকারের পক্ষে ভয়ংকর বলে মনে করা হয়েছিল। আইনসভা এবং কলকাতা পৌর প্রতিষ্ঠানে দেশের জনগণের স্বার্থ রক্ষায় তাঁর অবদান জাতি কখনও ভুলতে পারে না।
শিক্ষা, সমাজ সংস্কার এবং দেশবাসীর প্রতি সেবা করার মনোভাব সম্পর্কে সম্মানীয় বক্তারা আলোচনা করেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ‘মহাত্মা কৃষ্ণ দাস পাল স্মৃতি সংসদের সম্পাদক ডাঃ কুমার কিশোর পাল।