পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ আগস্ট: আজ রাখী পূর্ণিমা৷ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে সামাজিক বন্ধন অটুট রাখতে রাখী বন্ধন কর্মসূচি পালন করা হয়।
আজ সকালে মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে যুব ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে পালিত হয় রাখী বন্ধন উৎসব। রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বাংলায় শুরু হয়েছিল সম্প্রীতির রাখী বন্ধন উৎসব। সেই রীতি আজও চলছে বাংলায়। এই উৎসবে হিন্দু-মুসলিম এক হয়ে পথচলতি মানুষদের হাতে রাখী পরালেন এবং সকলকে মিষ্টিমুখ করালেন বিধায়ক সুজয় হাজারা, কাউন্সিলর মৌসুমী হাজরা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ অন্যান্য যুব আধিকারিকরা।
এর পাশাপাশি আজ বিকেলে জেলা তৃণমূল কার্যালয়ে স্থানীয় বিধায়ক সুজয় হাজরাকে রাখি পরিয়ে রাখিবন্ধন উৎসবের সূচনা করেন মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তৃণমূল কার্যালয় থেকে মহিলা তৃণমূল কর্মীরা রবীন্দ্রসঙ্গীত গেয়ে কেরানীতলা পর্যন্ত পথচলতি গাড়ি চালক, পুলিশ ভাই থেকে শুরু করে বিভিন্ন মানুষের হাতে রাখি পরিয়ে ভাতৃত্বের বন্ধনের বার্তা দিলেন। উপস্থিত ছিলেন শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায়।