ফেসবুক গ্রুপের উদ্যোগে রাখী বন্ধন ও মাস্ক বিতরণ ঝাড়গ্রাম ও মেদিনীপুরে   

আমাদের ভারত, মেদিনীপুর, ৩ আগস্ট: রাখী বন্ধন উৎসবের দিনে সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ “আমারকার ভাষা, আমারকার গর্ব”-এর  উদ্যোগে সোমবার সুবর্ণ রৈখিক অববাহিকার বিভিন্ন এলাকায় এবং মেদিনীপুর শহরে রাখি বন্ধন ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। এদিন গোপীবল্লভপুর দু নং ব্লকের মহাপাল, গোপীবল্লভপুর ১নং ব্লকের খুন্তি গ্রাম, সাঁকরাইল ব্লকের পাটাশোল, নয়াগ্রাম ব্লকের দেউলবাড় ঘাটে, মেদিনীপুর শহরের হীরক শিশু সংঘের মাঠে স্কুল বাজারসহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিগুলোতে বিভিন্ন এলাকায় উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন, সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীগণ। এর আগে গোপীবল্লপুরের কুঠিঘাট রামকৃষ্ণ আশ্রমে, সাঁকরাইলের পাটাশোলে, গোপীবল্লভপুর ১ নং ব্লকের হাতিবড়িতে গ্রুপের পক্ষ থেকে চারাগাছ রোপণ ও মাস্ক বিল করা হয়। কিছুদিন আগে তাঁরা শহিদ ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিতে গোপীবল্লভপুরে সুবর্ণরেখার তীরে চারাগাছ রোপণ করেছেন এবং পরিবেশ দিবসের দিন সুবর্ণ রৈখিক এলাকার বিস্তীর্ণ এলাকায় এবং অন্যত্র তাঁদের গ্রুপের সদস্যরা ব্যক্তিগত উদ্যোগে বেশকিছু চারাগাছ রোপণ করেছেন। পাশাপাশি তাঁরা করোনা আবহে প্রায় পাঁচশো পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *