নির্বাচনে সন্ত্রাসের চেষ্টা করলে পালটা প্রতিরোধ হবে, হুঁশিয়ারি রাজু ব্যানার্জির

আমাদের ভারত, দুর্গাপুর, ২৯ অক্টোবর: একুশের নির্বাচনে সন্ত্রাস করলে পালটা প্রতিরোধ হবে দুর্গাপুরে এসে এইভাবেই হুঁশিয়ারি দিলেন বিজেপির রাঢ় বঙ্গের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি বার্তা দেন একদিন যে বিমল গুরুং, ছত্রধর মাহাতোরা দুষ্কৃতী ছিল আজ আবার তারাই তৃণমূল কংগ্রেসের চোখের মণিতে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনে দলীয় কার্যালয়ে সাত জেলার সভাপতিদের নিয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসেন বিজেপির কেন্দ্রীয় নেতা শিবশঙ্কর, ছিলেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, পশ্চিম বর্ধমান জেলা  সাংগঠনিক সভাপতি লক্ষণ ঘোড়ুই সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই সভায় যোগ দেন বিজেপির রাঢ় বঙ্গের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায়।

এদিন রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, খুন সহ নানা অপরাধমূলক কাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিমল ছাত্রদের বিরুদ্ধে মামলা করেছিল, আজ ওরাই সরকারের শরণাপন্ন হয়েছে আর এতেই সাতখুন মাপ হয়ে গেছে। তাই একুশের ভোটে শাসক দল গুন্ডা মাফিয়াদের কাজে লাগিয়েই ভোটে জেতার চেষ্টা করবে। আর গুন্ডা মাফিয়াদের ময়দানে নামালে মানুষ চুপ করে বসে থাকবে না। তারা প্রতিরোধে নামবে।সেই সঙ্গে প্রস্তুত থাকবে বিজেপির নেতা কর্মীরাও। তবে বুলেট নয় ব্যালটেই জবার দেওয়া হবে বলে জানান রাজু বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে পুলিশকেও একহাত নেন তিনি। তিনি বলেন,  যেসব পুলিশ শাসক দলের দলদাস হিসেবে কাজ করে যাচ্ছে তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। আর মাত্র কয়েকটা মাস। সেই পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিন রাজু বন্দ্যোপাধ্যায় যেভাবে কর্মীদের উদ্বুদ্ধ  করেন সেটা কতটা কাজে আসবে ভবিষ্যৎই সেই উত্তর দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *