কুমারগঞ্জের ধর্ষণে অভিযুক্তদের জামাই আদর করে খাবার খাওয়াচ্ছে পুলিশ : রাজু ব্যানার্জি

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৯ জানুয়ারি:
কুমারগঞ্জে কিশোরী ধর্ষণে অভিযুক্তদের জামাই আদর করে খাবার খাওয়াচ্ছে পুলিশ। বৃহস্পতিবার রাজ্য বিজেপির সদর দফতরে বসে এই অভিযোগ করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি। তিনি বলেন, আমাদের করের পয়সায় ধর্ষণে অভিযুক্তদের খাবার খাওয়াচ্ছে পুলিশ। এমন ঘটনা মেনে নেওয়া যায় না বলেও জানান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক।

তিনি কুমারগঞ্জে ধর্ষণের ঘটনা নিয়ে রাজ্যের নাগরিক সমাজকেও একহাত নেন। তিনি বলেন, কুমারগঞ্জের ঘটনায় রাজ্যের নাগরিক সমাজ একটাও বিবৃতি দেয়নি। হয়তো তারা ঘটনার গুরুত্ব এখনও বুঝতে পারছেন না। আর না হলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধাচারণ করতে চাইছেন না। তবে রাজ্যের মানুষ নাগরিক সমাজের ভূমিকা বুঝতে পারছেন। আস্তে আস্তে তাদের মুখোশ খুলছে বলে এদিন জানান রাজু ব্যানার্জি। তবে কুমারগঞ্জের মৃতা কিশোরীর পরিবারের পাশে রাজ্য বিজেপি আছে বলে জানান রাজু ব্যানার্জি। তার সঙ্গে এই মামলায় রাজ্য বিজেপি মৃতাদের পরিবারকে সবরকম ভাবে সাহায্য করবে বলে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান রাজু ব্যানার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *