নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৩ জানুয়ারি:
সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছে বলে অভিযোগ করলেন বিজেপি নেতা রাজু ব্যানার্জি। বৃহস্পতিবার কলকাতার বেহালায় সিএএ’র সমর্থনে মিছিল করার সময় এইকথা বলেন তিনি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বলেন, মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ের মাটিতে দাঁড়িয়ে সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। সিএএ নিয়ে আসল সত্যটা সবটাই মুখ্যমন্ত্রী নিজে জানেন। শুধুমাত্র ভোটব্যাঙ্কের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারীদের হয়ে কথা বলছেন। তবে মুখ্যমন্ত্রী বাংলায় অনুপ্রবেশকারীদের রক্ষা করতে পারবেন না বলেও এদিন হুঙ্কার ছাড়েন রাজু ব্যানার্জি।
তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, দার্জিলিংয়ের মানুষ আগেও আপনাকে জবাব দিয়েছেন। ফের বিধানসভায় জবাব পাবার জন্য অপেক্ষা করুন আপনি। সিএএ নিয়ে মানুষ বিজেপির নীতিকেই সমর্থন করছেন। বেহালায় এদিন বিজেপির কর্মসূচিতে প্রচুর সাধারণ মানুষ জমায়েত হয়েছেন বলে দাবি করেন রাজু ব্যানার্জি।