পরীক্ষামূলকভাবে লাগু হোক কৃষি আইন, কৃষক স্বার্থ বিরোধী হলে সংশোধনী আনবে সরকার: রাজনাথ

আমাদের ভারত, ২৫ ডিসেম্বর: কেন্দ্রের কৃষি আইন নিয়ে কৃষকদের ভুল বোঝাচ্ছে বিরোধীরা বলে একদিকে যেমন আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেমন অন্যদিকে এই কৃষি আইন লাগু হতে বাধা সৃষ্টি না করার জন্য কৃষকদের কাছে আবেদন করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার আবেদন আগে লাগু হতে দিন এই আইন। তারপর যদি তা কৃষক বিরোধী বলে মনে হয় তাহলে সরকার আইনে সংশোধনী আনবে।

নয়া কৃষি আইন নিয়ে প্রচারের জন্য হওয়া এক সমাবেশে রাজনাথ সিং আবেদন করেন, অন্তত দুই থেকে তিন বছর কৃষি আইন চলতে দেওয়া হোক। পরীক্ষামূলকভাবেই নেওয়া হোক এই কৃষি আইনকে। যদি এই নয়া কৃষি আইন কৃষকদের স্বার্থ বিরোধী হয় তাহলে সরকার এই আইনের প্রয়োজনীয় সংশোধন করবে।

এখনো পর্যন্ত নয়া কৃষি বিল নিয়ে সরকারও আন্দোলনকারীদের মধ্যে বৈঠক হয়েছে। সরকারের তরফে আশ্বস্ত করা হয়েছে ফসলের ন্যূনতম দাম কোনভাবেই বাতিল করা হচ্ছে না বরং তা বেশ কিছু ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে মান্ডি ব্যবস্থাও তুলে নেওয়া হচ্ছে না বলেও জানানো হয়েছে। কিন্তু কৃষকরা আইন প্রত্যাহারের দাবিতে এখনো পর্যন্ত অনড়। এদিকে নয়াকৃষি আইন নিয়ে মানুষকে বোঝাতে বিজেপি ৭০০টি সভা ও ১০০টি সাংবাদিক সম্মেলন করার পরিকল্পনা করেছে। তেমনি একটি সভায় আজ রাজনাথ সিং বক্তব্য রাখছিলেন।

রাজনাথ বলেন, “আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা যাবে। প্রধানমন্ত্রী কৃষক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চান। আন্দোলনকারী কৃষকদের কাছে আমার অনুরোধ তারা আলোচনায় বসুন। যারা ধরনায় বসে রয়েছেন তারা কৃষকতাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে আমার । আমি নিজে কৃষক পরিবারের সন্তান। মোদী সরকার কখনোই কৃষক স্বার্থবিরোধী কিছু করবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *