আমাদের ভারত, ২ নভেম্বর: গিলগিট-বালটিস্তান ভারতেরই অংশ। ভারতের বিদেশ মন্ত্রকের পর এই নিয়ে এবার সরব হলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। তার দাবি বেআইনিভাবে এই দুটি অংশকে দখল করে রেখেছে পাকিস্তান। মূলত চিন ও পাক সেনার চাপে পরেই এই ঘোষণা করেছে ইমরান সরকার বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নতুন প্রদেশ বলে এই দুটি অংশকে ঘোষণা করেছে পাকিস্তান। এই নিয়ে ভারতের বক্তব্য পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট-বালটিস্তান ভারতের অবিচ্ছেদ্য অংশ।
পাক অধিকৃত কাশ্মীর গিলগিট-বালটিস্তান নিয়ে বরাবরই পাকিস্তানের কাছে নিজের আপত্তি জানিয়ে এসেছে ভারত। কিন্তু সেই আপত্তিকে কর্ণপাত না করে গিলগিট-বালটিস্তানকে পঞ্চম পাক প্রদেশ বলে ঘোষণা করেছে ইমরান সরকার। ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। এবার সোমবার রাজনাথ টুইট করে লেখেন গিলগিট-বালটিস্তান ভারতের অংশ। পাকিস্তান বেআইনিভাবে তা দখল করে রেখেছে।
রাজনাথ আরো লিখেছেন, ভারত কখনো চাইনি যে ভারত ভাগ হোক। কিন্তু তা হয়েছে। সবাই জানে, যে সব হিন্দু, শিখ ও বৌদ্ধ পাকিস্তানে রয়েছেন তাদের সাথে সেখানে কি ধরনের ব্যবহার করা হচ্ছে। সেখানকার অমুসলিম মানুষকে ধর্মীয় অত্যাচার থেকে রক্ষা করতে ভারতের নাগরিকত্ব আইন তৈরি করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য গিলগিট-বালটিস্তানকে পাকিস্তানের নতুন প্রদেশ হিসেবে মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত যে পাক সেনাবাহিনী ও চিনের চাপে তা স্পষ্ট। ইমরান আদতে পাক সেনার হাতের পুতুল এই দাবি পাকিস্তানের বিরোধী নেতৃত্বরাই করেছেন। পাক সেনা প্রধানের পরামর্শ মেনে এর আগেও ইমরান সরকার একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। গিলগিট-বালটিস্তানকে পাকিস্তানের পঞ্চম প্রদেশ হিসেবে ঘোষণা করা,সেনার চাপেই হয়েছে বলা যায়। পাকিস্তানের এই অঞ্চলে বেশ কিছু খনি পরিচালনা করে চিন। তাই গিলগিট-বালটিস্তানে কোনরকম অশান্তি চাইছে না তারা। এছাড়াও ওই অঞ্চলের কারাকোরাম সড়ক পথকে পণ্য সরবরাহের জন্য ব্যবহার করতে চাইছে চিন।