নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২২ জানুয়ারি:
রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে স্বাগত জানালেন অর্জুন সিং। বিজেপিতে খোলা মনে কাজ করতে পারবেন। তাই প্রাক্তন মন্ত্রীর বিজেপিতে আসা উচিত বলে কলকাতার শ্যামবাজারে বিজেপির মিছিলে যোগদান করে এই কথা বলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। তিনি আরও বলেন, আমি রাজীব বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে অনেকদিন চিনি। উনি কাজ করার লোক। প্রাইভেট কোম্পানিতে রাজীব বন্দ্যোপাধ্যায় কাজ করতে পারছিলেন না। তাই শেষমেষ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন রাজ্যের বনমন্ত্রী।
প্রসঙ্গত, আজ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পদত্যাগ করে রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন। সেই প্রসঙ্গে, রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ বলেন, দলটাই আগামী দিনে উঠে যাবে। প্রাইভেট কোম্পানিতে দুজন ব্যক্তি ছাড়া আর কেউ থাকবে না। যাদের আত্মসম্মান থাকবে তারা আস্তে আস্তে সবাই পদত্যাগ করবেন। রাজীব বন্দ্যোপাধ্যায় তাই পদত্যাগ করেছেন বলে জানান সৌমিত্র খাঁ।