রাজেন রায়, কলকাতা, ২৯ জানুয়ারি: কিছুদিন আগে দলের মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরেও তৃণমূলে ছিলেন ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। অনেক অভিমানে মন্ত্রী পদ ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার কথা বললেও কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি তিনি। এমনকি তারপরেও অসুস্থ সমবায় মন্ত্রী অরূপ রায়কে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন। কিন্তু এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের প্রাক্কালে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন রাজীব। শুক্রবার তিনি ঘোষণা করলেন, এবার তৃণমূল থেকে সরে যাচ্ছেন তিনি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তৃণমূলের প্রাথমিক সদস্যপদ এবং দলীয় সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন৷
প্রসঙ্গত, শুক্রবার রাতেই শহরের নামছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সভায় বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বালির বিধায়ক বৈশাখী ডালমিয়া, উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল-সহ আরও একাধিক জনের। রাজনৈতিক মহলের ধারণা এই তালিকায় এবার নাম যোগ হতে পারে রাজীব বন্দ্যোপাধ্যায়েরও।
এ দিন দুপুরে বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন রাজীব৷ বিধানসভা থেকে বেরিয়ে তিনি বলেন, ‘মানসিক প্রস্তুতির প্রয়োজন ছিল৷ অনেকদিন ধরেই ধৈর্যের পরীক্ষা দিচ্ছিলাম। মন্ত্রিসভা থেকে পদত্যাগের পরেও তাই সাত দিন অপেক্ষা করেছি৷ সংসদীয় গণতন্ত্রে নির্দল হয়ে মানুষের জন্য কাজ করা যায় না৷ কোনও একটা দলের ছত্রছায়ায় থাকতে হয়৷ আগামীকাল আমার নতুন সিদ্ধান্তের কথা আপনাদের জানাব৷’ রাজনৈতিক মহলে জল্পনা, আগামী ৩১ জানুয়ারি হাওড়ায় অমিত শাহের সভাতেই বিজেপিতে যোগ দিতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷