বন সহায়ক পদে দুর্নীতির অভিযোগ তুলে এবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাজীবের

রাজেন রায়, কলকাতা, ৩ ফেব্রুয়ারি: বিজেপিতে যোগদানের পর এই প্রথমে তিনি সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীকে। বুধবার দুপুরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন মুখ্যমন্ত্রী। বন সহায়ক পদে কারসাজির তদন্ত হচ্ছে বলেছিলেন তিনি। বিকেল গড়াতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন বনমন্ত্রী। হুগলির গুড়াপে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনি বলেছেন বন সহায়কের পদের নিয়োগে কারসাজি হয়েছে। আপনি তদন্ত করবেন। বন সহায়কের নিয়োগ আমি বোর্ডের হাতে নিরপেক্ষভাবে তুলে দিয়েছিলাম। ৮ অক্টোবর সকাল দশটার সময় আমি আপনাকে মেসেজ করেছিলাম। কোনও বীরভূমের এক নেতা আমাকে বলছে, বন সহায়কের সব চাকরি তাঁকে দিতে হবে। যার পাল্টা আপনি আমায় ফোন করে বলেছিলেন, জেলায় জেলায় তৃণমূলের লোকেদের কিছু কিছু করে কাজ তুমি দিয়ে দাও। আজ আমি আপনার কথার পরিপ্রেক্ষিতে মুখ খুলতে বাধ্য হলাম। আমার কাছে সেই মেসেজের কপি আছে। ৮ অক্টোবর ৯টা ৫৮ মিনিটে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল।”

মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বলেই থেমে থাকেননি সদ্য তৃণমূল থেকে বিজেপিতে আসা রাজীব। তিনি বলেন, “আমার কাছে সব কপি আছে, আপনার কোন নেতা মন্ত্রীরা সুপারিশ করেছে, এমনকী কালীঘাট থেকে কী সুপারিশ এসেছে, সেটাও আমি যত্ন করে রেখে দিয়েছি। কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে সাপ আপনি বের করছেন।’

রাজীব দাবি করেন, “প্রয়োজন হলে ওই বন সহায়কের প্যানেলটা আপনি বাতিল করে দিন। তাহলেই দুধ আর জল আলাদা হয়ে যাবে। তাঁর আরও অভিযোগ, যেখানে যেখানে চুক্তি ভিত্তিক চাকরি হয়েছে, সেখানে কোথা থেকে সুপারিশ এসেছে? কেন আমার অসন্তোষ? আমি চাইছি, সব চুক্তিভিত্তিক নিয়োগের তদন্ত হোক। তাহলে বটগাছের পাতা ঝড়বে না, বট গাছটাই নড়ে যেতে পারে। আমি সেই ক্ষমতা রাখি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *