আমাদের ভারত,২০ ফেব্রুয়ারি:৫০০ টাকা চুরি করার অভিযোগে দুই দলিত যুবককে অর্ধ নগ্ন করে বেধড়ক মারধর করা হলো। এমনকি পেট্রোল ঢেলে দেওয়া হয় তাদের যৌনাঙ্গে। নৃশংস ঘটনাটি ঘটেছে রাজস্থানে। বেধরক মারধরের ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই পুলিশ ছয় জনকে গ্রেপ্তার করেছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবককে প্রায় নগ্ন করে তার উপর ভয়াবহ অত্যাচার করছেন বেশ কয়েকজন। তাকে বেধড়ক মারধর করা হচ্ছে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু করেছে তারা। তবে দুই পক্ষই এফআইআর দায়ের করেছে থানায়। আক্রান্ত যুবকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে চুরির অভিযোগ জানিয়ে।
পাঞ্চোদি থানার হাউস অফিসার রাজপাল সিং জানান, রবিবার একটি বাইক এজেন্সি থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে ওই দুই যুবক। তারপরই তাদের উপর চলে অকথ্য অত্যাচার। সেই ভিডিও ভাইরাল হলে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ জানায় আক্রান্ত দুই যুবক। টাকা চুরির জন্য যুবকের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।