পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ আগস্ট: মেদিনীপুর চার্চ স্কুলের মাঠে ফুটবল খেলায় রেফারি লক্ষ্মণ মান্ডিকে লাথি মারা ও ধাক্কা মারার ঘটনায় ধৃত রাজা খানের জামিন মঞ্জুর করলেন বিচারক। ১৫ আগস্ট রাতে ফুটবল খেলায় প্রতিপক্ষ একটি গোল করায় তা মানতে নারাজ ছিলেন অভিযুক্ত রাজা খান। তিনি মাঠের মধ্যে ঢুকে রেফারিকে লাথি মারেন। ধাক্কা মেরে তাঁকে ফেলে দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার গ্রেপ্তার করে রাজা খানকে। ২ দিন পুলিশ হেফাজত শেষে সোমবার পুনরায় ধৃতকে আদালতে পেশ করা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
এদিকে এই ঘটনায় অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার বিকেলে মেদিনীপুর স্টেডিয়াম থেকে ধিক্কার মিছিল বের করে পশ্চিম মেদিনীপুর রেফারি অ্যাসোসিয়েশন। নেতৃত্ব দেন আন্তর্জাতিক রেফারি ও রেফারি অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি ইন্দ্রজিৎ পানিগ্রাহী। মিছিলে ছিলেন লক্ষ্মণ মান্ডি সহ ৩০০ জন রেফারি। তাঁরা অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
এদিন জেলা তৃণমূল কার্যালয়ে সংবাদিক বৈঠক করে এই ঘটনায় কঠোর শাস্তির দাবি জানান পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি রামজীবন মান্ডি ও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অখিলবন্ধু মহাপাত্র। তাঁরা জানান, অভিযুক্তকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি তাঁরা জানান, রাজ্য সরকার আদিবাসী সম্প্রদায়ের জন্য সবথেকে বেশি উন্নয়ন মূলক কাজ করছে।