প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২৯ জুন: প্রকাশ্য দিবালোকে ভাটপাড়া মেঘনা মোড়ে এক যুবকে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত রাজা আনসারিকে গ্রেপ্তার করল জগদ্দল থানার পুলিশ। সোমবার সকালে ভাটপাড়ার ১৮ নং ওয়ার্ডে রাজু সাউ এর ওপর গুলি চালানোর ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। গুলিবিদ্ধ রাজু সাউকে রক্তাক্ত অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাকে কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানাতারিত করা হয়। সেই ঘটনায় গুলি চালানোর অভিযোগ ওঠে রাজা আনসারির বিরুদ্ধে।
এই ঘটনার পর পালিয়ে যায় রাজা আনসারি। গোপন সূত্রে খবর পেয়ে রাজু আনসারিকে শ্যামনগর থেকে গ্রেপ্তার করে জগদ্দল থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত রাজা আনসারির বিরুদ্ধে সরাসরি খুনের চেষ্টা করা এবং বেআইনি অস্ত্র রাখার মামলা দায়ের করেছে।
এই ঘটনা কেন ঘটানো হয়েছে সেই প্রসঙ্গে রাজা আনসারি বলে, “গুলি চালানোর ঘটনা ইচ্ছাকৃত নয়। ভুল করে হাতাহাতি করতে গিয়ে গুলি চলে যায়। আমি কোনও রাজনৈতিক দলের সাথে যুক্ত নই।”