আমাদের ভারত, ১৫ জুলাই: রোজকার মতো মঙ্গলবারেও সকাল থেকে বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। কখনো ঝমঝমিয়ে কখনো ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলছে সারাদিন। বাড়ি থেকে বেরনোর সময় মুষলধারে নেমেছে বৃষ্টি এমন দৃশ্য এখন প্রায় নিয়মিত হচ্ছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় নাজেহাল সাধারণ জনজীবন।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, একটি গভীর নিম্নচাপ দক্ষিণবঙ্গের উপর অবস্থান করছে। তার ফলেই সোমবার সকাল থেকে রাজ্যের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েই চলেছে। এই প্রবণতা মঙ্গলবারও বজায় আছে।
দক্ষিণবঙ্গের ছয় জেলায় জারি হয়েছে হলুদ সর্তকতা। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহর কলকাতা, হাওড়া, হুগলিতে সারাদিন ধরে চলতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
তবে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে হাওয়া অফিস। জানানো হয়েছে, নিম্নচাপ ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে। এরপরে কলকাতার বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে, কিন্তু বিপরীতে ঝাড়খন্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির মাত্রা অনেকটাই বাড়বে।
আবহাওয়াবিদদের অনুমান, ওইসব অঞ্চলে বৃষ্টিপাত ৭০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। তারই মধ্যে ডিভিসির তরফে মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়া শুরু হয়েছে। জল ঢুকছে দুর্গাপুর হয়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃষ্টির সঙ্গে যদি জল ছাড়ার মাত্রা বাড়ে তাহলে প্লাবনের আশঙ্কা থেকে যাচ্ছে।
১৫, ১৬ ও ১৭ তারিখ পর্যন্ত তিন দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে। ১৮ জুলাই থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে আবার ২০ জুলাই থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।