আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ এপ্রিল: ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝার জেরে আজ বিকেলে জেলা জুড়ে ঝড় এবং তার সঙ্গে মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে।
গত দুদিন ধরেই সন্ধ্যের পর মাঝেমধ্যে বৃষ্টি হয়েছে এবং সারা দিনই আকাশ মেঘলা থেকেছে। আজও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। মেঘলা আকাশ তবে মাঝেমধ্যে হালকা রোদ উঠেছে কোথাও। সন্ধের মুখে হালকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। একেই চলছে লকডাউন তার ওপর এই বৃষ্টির জেরে এলাকার রাস্তাঘাট প্রায় ফাঁকা। এই ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়েছে চাষের।


