Rain, Puja, পুজোয় বৃষ্টি অনিবার্য, জানালো আবহাওয়া দপ্তর

আমাদের ভারত, ৫ সেপ্টেম্বর: হাতে গোনা আর মাত্র ক’টা দিন বাকি। তারপরেই দুর্গাপুজো। কিন্তু পুজোতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালো হাওয়া অফিস। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিনের নানা সময়।

সাধারণত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের আগে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেয় না। তাই আবহাওয়াবিদরা মনে করছেন পুজোয় বৃষ্টি অনিবার্য। পুজোর কোন দিন কোন জেলায় ঠিক কতটা বৃষ্টিপাত হবে তার বিস্তারিত পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে ১৮ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হবে।

মৌসুমী অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা নেই, বরং আগামী কয়েকদিন দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে। ফলে গরম অস্বস্তিকর বাড়তে পারে। তবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।

সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্র বিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনা বেশি। উপকূল সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গে আগামী দু’দিন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। তবে এরপর থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বজ্রবিদ্যুতের সঙ্গে।

রবিবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। এর মধ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে দু’ একদিন ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *