অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৯জানুয়ারি: রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। বাগদেবীর আরাধনায় এবার ভিলেন বৃষ্টি। বৃষ্টির পূর্বাভাস থাকলেও অনেক সময় হয় না। সেই অশাতেই বুক বেধে প্রস্তুতি সর্ম্পূন করেছিলো সকল পুজো উদ্দক্তারা। কিন্তু ভোররাত থেকে সব আসায় জল ঢেলে মুষল ধারায় বৃষ্টি শুরু হয়।
বৃষ্টিতে ঝাড়গ্রাম জেলার বেশ কিছু মন্ডপে জল জমে যায়। স্কুলের ছাত্রছাত্রীদের মুখ ভার এ রকম প্যাঁচপ্যাঁচে কাদায় পোশাকের কি হবে? সারাদিন যে প্ল্যান ছিলো তারই বা কি হবে? নিম্নচাপের জেরে এই বৃষ্টি এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। কিন্তু পুজোর সকাল থেকে বৃষ্টির ফলে অখুশি স্কুল পড়ুয়া থেকে শুরু করে পূজোর উদ্দোক্তা।