আমাদের ভারত, ২০ ডিসেম্বর: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। সেটি তামিলনাড়ু উপকূলের কাছাকাছি পৌঁছে বাঁক নিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এটি অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হতে পারে। আর এর ফলে বাংলার একাধিক জেলায় বৃষ্টি হবে। তাহলে কি বড়দিনের আনন্দ মাটি হয়ে যাবে? এই প্রশ্নই ঘুরছে এখন মানুষের মনে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলি মোটামুটি শুষ্ক থাকবে। কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং সহ একাধিক জেলায় হালকা বৃষ্টির আভাস রয়েছে, তবে বেশিরভাগ জেলায় কুয়াশার দাপট ও দৃশ্যমানতার অভাব থাকবে। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। ফলে হাড় কাপানোর ঠান্ডা অনুভূত হবে না। উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে সব জেলার রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে একটাই স্বস্তির খবর যে বড়দিনে বৃষ্টিতে ভাসছে না রাজ্য। ঠান্ডার আমেজ কমলেও তা একদম যে থাকবে না সেটাও নয়। জাঁকিয়ে শীত না পড়লেও তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যেই থাকবে।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস- এর কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ২১ থেকে ২৩ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। ২৪ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নামতে পারে এবং ২৫ ডিসেম্বর ১৪ ডিগ্রি হতে পারে।