জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: বৃষ্টিতে জমির আলু জলের তলায় চলে যাওয়ায় হতাশায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার লক্ষণপুরের কৃষক দেবাশীষ মান্না (৫০) আত্মহত্যা করেছেন। আজ শনিবার ভোরে বাড়ি থেকে গ্রামবাসীদের সাহায্যে পরিবারের লোকজন তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, সমবায় ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে চার বিঘা জমিতে আলু চাষ করেছিলেন দেবাশিস বাবু। পরপর বৃষ্টিতে আগেই চাষের বেশ ক্ষতি হয়েছিল। তার ওপর গত দুদিনের শিলাবৃষ্টিতে সমস্ত আলু একেবারে নষ্ট হয়ে যায়। পরিবারের লোকজন মনে করছেন, সেই কারণেই মানসিক দুশ্চিন্তা ও হতাশায় শনিবার ভোর বেলা গলায় দড়ি দিয়ে তিনি আত্মঘাতী হন।

