Train, Cancelled, আদ্রা ডিভিশনে ট্রেন দুর্ঘটনায় বাতিল ট্রেনের তালিকা দিল রেল

আমাদের ভারত, ৯ আগস্ট: দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনে শুক্রবার গভীর রাতে ট্রেন দুর্ঘটনার জন্য বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। রাত ২টো ৪৫ মিনিটে চান্ডিল-গুন্ডা বিহার সেকশনে চান্ডিল এবং নিমডিহের মধ্যে দুটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়।

রেলের প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, বাতিল করা ট্রেনগুলোর মধ্যে আছে, ৬৮০৩৫ টাটানগর-হাতিয়া মেমু, ১৮১১৬/১৮১১৫ চক্রধরপুর-এনএসসিবি গোমোহ-চক্রধরপুর মেমু, ৬৮০২৩/৬৮০২৪ ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু, ২০৮৯৩ টাটানগর-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস, ১৮১৮৩ টাটানগর-বক্সার এক্সপ্রেস, ১৩৩০১/ ১৩৩০২ ধানবাদ-টাটানগর-ধানবাদ এক্সপ্রেস, ২০৮৯৮ রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, ৬৮০৮৬ বারকানা-টাটানগর মেমু, ২০৮৯৭ হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস, ২০৮৯৪ পাটনা- টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস, ২৮১৮১ টাটানগর-কাটিহার এক্সপ্রেস, ২৮১৮২ কাটিহার-টাটানগর এক্সপ্রেস এবং আগামী সোমবারের ৬৮০৩৬ হাতিয়া-টাটানগর প্যাসেঞ্জার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *