আদিবাসী সেঙ্গেল কমিটির পাঁচ দফা দাবিতে রেল ও জাতীয় সড়ক অবরোধ খেমাশুলিতে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৬ ডিসেম্বর:
আদিবাসী সেঙ্গেল অভিযান। ঝাড়গ্রাম শাখার পক্ষ থেকে পাঁচ দফা দাবিতে রেল ও জাতীয় সড়ক অবরোধ করে। এদিন সকাল ১০টা থেকে প্রায় ২ ঘন্টা ধরে ৬ নং জাতীয় সড়ক অবরোধ ও খেমাশুলিতে ট্রেন আটকে রাখে। এই কর্মসূচি আজ এই রাজ্যের পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা ও অসমেও সংঘটিত হচ্ছে। মূল দাবি হিসেবে সরকারের সামনে রাখা হয়, ২০২০ এর মধ্যে সারনা ধর্মের পৃথক কলাম কোড লাগু করতে হবে, এছাড়া আরও ৪টি দাবী লিখিত ভাবে দেওয়া হয়। ঝাড়গ্রাম জেলা শাখার প্রেসিডেন্ট সঞ্জয় হেমব্রম জানান যদি সরকার এই সমস্ত দাবির উপর হস্তক্ষেপ না করে তাহলে বৃহৎ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *