রেলের জায়গায় রাস্তা তৈরির অভিযোগ, গ্রামবাসীদের সঙ্গে রেল কর্মীদের বচসা, উত্তেজনা শান্তিপুরে

আমাদের ভারত, নদিয়া, ২ নভেম্বর: রেলের জায়গায় রাস্তা তৈরি করা হয়েছে, এই অভিযোগ তুলে রাস্তা ভাঙ্গতে গেলে গ্রামবাসীদের সঙ্গে রেল কর্মীদের বচসা। রাস্তার উপরেই বসে পড়লেন মহিলারা। উত্তেজনা এলাকায়। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায়।

সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর থানার নবগ্রাম পঞ্চায়েতের প্রফুল্ল নগর গ্রাম সংলগ্ন এলাকায় রেল লাইন রয়েছে। সেই রেল লাইনের পাশে দীর্ঘদিন ধরেই একটি রাস্তা রয়েছে, যেখান দিয়ে গোটা গ্রামের স্থানীয় বাসিন্দারা চলাফেরা করে। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরেই এই রাস্তাটি ব্যবহার করছে তারা। ছাত্র-ছাত্রীরাও স্কুলে যাওয়ার জন্য যাতায়াত করে এই রাস্তা দিয়ে। শুধু তাই নয়, হাসপাতালে যেতে গেলেও এই একই রাস্তা ব্যবহার করতে হয় তাদের। কয়েকদিন আগে ওই রাস্তাটি নতুনভাবে কংক্রিটের ঢালাই দিয়ে তৈরি করা হয়। এর পরেই রেল দফতরের পক্ষ থেকে আজ সকালে ওই রাস্তাটি ভাঙ্গার কাজ শুরু হয়।

খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমান এলাকার বাসিন্দারা। যাতে রেল দফতরের কর্মীরা ওই রাস্তা না ভাঙ্গতে পারে সেই কারণে রাস্তার উপর বসে পড়েন গ্রামবাসীরা। যদিও রেল দপ্তরের দাবি, সম্পূর্ণ বেআইনিভাবে রেলের জায়গায় রাস্তাটি তৈরি করা হয়েছে। রাস্তাটি তৈরি করার সময় কোনও রকম ভাবেই রেল দপ্তরের কাছ থেকে কোনও রকম অনুমতি দেওয়া হয়নি। তাই আইনত ওই রাস্তাটি ভেঙ্গে দেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *