আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৫ ডিসেম্বর: রবিবার বিক্ষোভের আঁচ কম হওয়ায় দক্ষিণ-পূর্ব রেলে ট্রেন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। হাওড়া – রাউলকেল্লা ইস্পাত এক্সপ্রেস এবং হাওড়া- হায়দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস ট্রেন দুটি বাতিল হওয়ায় খড়গপুর স্টেশনে যাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েন। ঘন্টাদুয়েক তারা স্টেশনে বিক্ষোভ দেখান। যাত্রী বিক্ষোভের জেরে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রবিবার সকাল ছটায় হাওড়া থেকে ইস্পাত এক্সপ্রেস এবং ফলকনামা এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। কিন্তু শনিবার দফায় দফায় রেল অবরোধ ও অশান্তির জেরে সকালে ঘোষণা করা হয় ইস্পাত এক্সপ্রেস এবং ফলকনামা এক্সপ্রেস ট্রেন দুটি খড়গপুর থেকে ছাড়বে। এই ঘোষণার পর যাত্রীরা হাওড়া থেকে লোকাল ট্রেনে খড়্গপুরে এসে পৌঁছায়। কিন্তু খড়্গপুরে ঘোষণা করা হয় ওই ট্রেন দুটি বাতিল করা হয়েছে। এরপর যাত্রীদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যাত্রী বিক্ষোভের জেরে ঘন্টা দুয়েক পর রেল কর্তৃপক্ষ বিকল্প ট্রেনের ব্যবস্থা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।