সাথী দাস, পুরুলিয়া, ১৫ জুন: আদিবাসী সেঙ্গেল অভিযান- এর ১২ ঘন্টার ভারত বন্ধ শুরু হয়েছে পুরুলিয়ায়। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আদ্রা- আসানসোল শাখায় রেল চলাচল ব্যাহত হয়েছে। রেলের ওই শাখার মধুকুন্ডা স্টেশনে সকাল ৬টা থেকে বনধ সমর্থনকারীরা আন্দোলনে নামেন।
লাইনের উপর মিছিল করে আজকের কর্মসূচি শুরু হয় তাদের। বেলা এগারটা নাগাদ রেল অবরোধ উঠে যায়। পরে অবশ্য ওই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হলেও ২৭টি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়। এছাড়া বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত ও ঘুরিয়ে দেওয়া হয়।
এদিকে বনধের প্রভাব কিছুটা বেসরকারি বাস চলাচলেও প্রভাব পড়ে। তবে দোকান পাট, হাট বাজার খোলা ছিল অন্যদিনের মতো।