Railway, Siuri-Nala, সিউড়ি- নালা নতুন রেল লাইনের সার্ভের নির্দেশ রেল মন্ত্রকের

আশিস মণ্ডল, সিউড়ি, ২৮ জানুয়ারি: এবার জংশন হতে চলেছে বীরভূমের সিউড়ি স্টেশন। সিউড়ি থেকে ঝাড়খণ্ডের জামতারা জেলার নালা পর্যন্ত ভায়া বক্রেশ্বর ধাম, রাজনগর ৭৩ কিলোমিটার নতুন রেললাইনের সমীক্ষার কাজ এবং ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজে সম্মতি দিয়েছে রেল বোর্ড। ফাইনাল লোকেশন সার্ভের (এফএলসি) জন্য ২ কোটি ১৯ লক্ষ টাকা বরাদ্দ করেছে ভারতীয় রেল মন্ত্রক।

প্রসঙ্গত, বিজেপির রাজ্য সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় কিছুদিন আগে দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে নতুন রেল লাইনের প্রস্তাব দেন। মূলত সতীপীঠ বক্রেশ্বর ধামের সঙ্গে সরাসরি রেল যোগাযোগের ব্যবস্থা হলে এলাকার পর্যটন ব্যবস্থা বেড়ে যাবে। তাছাড়া সিউড়ির বাসিন্দারা রেল পরিষেবার বিষয়ে দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল। বিজেপির রাজ্য সহ সভাপতি সেই বঞ্চনা দূর করে নতুন ট্রেনের ব্যবস্থা করেছেন আগেই। এবার সরাসরি ঝাড়খণ্ডের সঙ্গে রেল যোগাযোগের উদ্যোগ নিয়েছেন।

জগন্নাথ বাবু বলেন, “আমি সিউড়ির ছেলে। বিজেপির ছোট্ট একজন কার্যকর্তা। ছোট থেকেই রেল যোগাযোগের বিষয়ে সিউড়ির বঞ্চনা প্রত্যক্ষ করেছি। তাই সামান্য ক্ষমতা নিয়ে নতুন রেল লাইনের প্রস্তাব নিয়ে রেলমন্ত্রীর কাছে গিয়েছিলাম। তিনি আমার আবেদনে সাড়া দিয়ে সার্ভের কাজ করার নির্দেশ দেওয়ায় আমি খুশি। এবার রাজ্য সরকার জমি দিয়ে সহযোগিতা করলে দ্রুত নতুন লাইনের কাজ করা হবে। জায়গা পেলে প্রান্তিক – সিউড়ি- কান্দি লাইনের কাজও করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *