Railway Minister, Bullet train, দেশের মাটিতে বুলেট ট্রেন ছোটার দিনক্ষণ ঘোষণা করলেন রেলমন্ত্রী

আমাদের ভারত, ১ জানুয়ারি: দেশের মাটিতে কবে থেকে বুলেট ট্রেন ছুটবে তার দিনক্ষণ বছরের প্রথম দিনেই জানিয়ে দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতে বুলেট ট্রেন কবে চলবে তা নিয়ে বেশ কয়েক বছর ধরে নানা জল্পনা কল্পনা চলছে। বেশ কয়েকবার সম্ভাব্য দিনকাল জানিয়েও পিছিয়ে যেতে হয়েছে। কিন্তু আজ বছরের প্রথম দিনে কেন্দ্রীয় রেলমন্ত্রী দেশের প্রথম বুলেট ট্রেন পরিচালনার দিন জানিয়ে দিলেন। প্রথম সুরাট থেকে বিলমোড়া অবধি এই বুলেট ট্রেন চলবে।

মুম্বাই- আমেদাবাদ হাইস্পিড রেল করিডরে এই বুলেট ট্রেন চলবে বলে আগেই জানিয়ে দিয়েছেন তিনি। আজ কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেন, ২০২৭ সালের মধ্যে বুলেট ট্রেন তৈরি হয়ে যাবে। ওই বছর ১৫ আগস্ট থেকে চালু হয়ে যাবে বুলেট ট্রেন। প্রথম সুরাট থেকে বিলমোড়া। তারপর ভাবি থেকে সুরাট। তারপর ভাবি থেকে আমেদাবাদ। অবশেষে মুম্বাই থেকে আমেদাবাদ।

২০১৭ সালে বুলেট ট্রেন এবং হাই স্পিড রেল করিডরের উদ্বোধন অনুষ্ঠানে ভাবি থেকে সুরাট পর্যন্ত ১০০ কিলোমিটার পথে ট্রেন ছুটবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এর আগে প্রথমে ৫০ কিলোমিটার ট্রেন চালানো হবে বলে জানিয়েছিলেন অশ্বিনী বৈষ্ণব। তবে এবার সেই দূরত্ব আরো একটু বাড়িয়ে দেওয়া হলো।

রেলমন্ত্রী জানিয়েছেন, মুম্বাই থেকে আমেদাবাদের দূরত্ব ৫৪০ কিলোমিটার। কিন্তু হাই স্পিড রুল করিডোর দিয়ে এই দুই শহরকে জুড়ে দেওয়া যাবে মাত্র ১ ঘন্টা ৫৮ মিনিটে। এই সময়কালে মোট আটটি স্টপেজ রয়েছে। তবে যত্রাপথে থাকা সব স্টপেজ অর্থাৎ যদি ১২টি স্টপেজেই ট্রেন দাঁড়াতে হয় তাহলে সে ক্ষেত্রে সময় লাগবে ২ ঘণ্টা ১৭ মিনিট।

২০০৯- ১০ অর্থবর্ষে রেল বাজেটে সর্বপ্রথম মুম্বাই- আমেদাবাদ রেল করিডরের কথা উল্লেখ করা হয়েছিল, কিন্তু তার বাস্তবায়ণ হতে সময় লেগেছে অনেকটা। এখনো তার নির্মাণ কাজ চলছে। যা আগামী বছরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন কেন্দ্র সরকার। গত বছর নভেম্বর মাসে সুরাটে নিম্ন অংশ পরিদর্শনের জন্য গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সময়ে প্রজেক্ট ও তাদের কর্মরত প্রত্যেক কর্মীদের প্রশংসা করেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *